রবিবার, অক্টোবর ৫, ২০২৫
ফতুল্লারাজনীতি

ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশক নিধন ও ঔষধ বিতরণ

লাইভ নারায়ণগঞ্জ: ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত একটি পক্ষব্যাপী মশক নিধন অভিযানের সূচনা করেছে। মহানগরীর সাংগঠনিক পূর্ব থানার ৮ নং ওয়ার্ডের উদ্যোগে রোববার (৫ অক্টোবর) বাদ আসর মাসদাইর বেকারীর মোড় এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ফগার মেশিন অপারেটিং-এর মাধ্যমে মশক নিধন কার্যক্রম শুরু করা হয় এবং শতাধিক মানুষের মাঝে ডেঙ্গু প্রতিষেধক ঔষধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি ও সমাজকল্যাণ বিভাগের আহ্বায়ক মুহাম্মদ জামাল হোসাইন। তিনি বলেন, “ডেঙ্গু বর্তমানে মহামারী আকার ধারণ করেছে। আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধি করি এবং সতর্ক থাকি।” তিনি সবাইকে ব্যক্তিগত ও সামাজিক পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।

পক্ষব্যাপী এই মশক নিধন অভিযান ও ঔষধ বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ডাঃ নুর ইসলাম, মোঃ ইব্রাহিম, থানা আমীর মোঃ শেখ মুজিব, জামায়াত নেতা মোঃ ফরিদ সহ থানার দায়িত্বশীল ও স্থানীয় নেতৃবৃন্দ।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পক্ষব্যাপী কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে তারা স্থানীয় জনসাধারণকে সহযোগিতা করবে।

RSS
Follow by Email