শনিবার, নভেম্বর ৮, ২০২৫
জেলাজুড়েস্বাস্থ্য

ডেঙ্গু প্রতিরোধে এনসিসির ৭ দিনব্যাপী মাইকিং প্রচারণার আয়োজন

লাইভ নারায়ণগ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৭ দিনব্যাপী বিশেষ মাইকিং প্রচারণার আয়োজন করেছে। সিটি কর্পোরেশনের জনবান্ধব প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর নির্দেশে এই প্রচারণায় ২৭টি ওয়ার্ডের বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হচ্ছে।

মাইকিং-এ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নাগরিকদের প্রতি ডেঙ্গু প্রতিরোধের জন্য একাধিক মূল্যবান বক্তব্য পেশ করা হয়। ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাস এবং এই রোগ থেকে সুরক্ষার একমাত্র উপায় হলো এডিস মশার জন্মস্থল ধ্বংস করা এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখা।

প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ নাগরিকদের প্রতি নিম্নোক্ত পদক্ষেপগুলো গ্রহণের আহ্বান জানান, জমে থাকা পানি পরিষ্কার: এডিস মশা সাধারণত ঘরের ভেতরে ও আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। তাই ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ারসহ যেকোনো পাত্রে জমে থাকা পানি প্রতি তিন দিনের মধ্যে অবশ্যই পরিষ্কার করতে হবে।

পরিচ্ছন্নতা ও সতর্কতা: বাড়ির আঙ্গিনা, ছাদ, বারান্দা, গ্যারেজের কোথাও পানি জমতে দেওয়া যাবে না। অপ্রয়োজনীয় ও পরিত্যক্ত পাত্র সরিয়ে ফেলতে হবে।

পোশাক ও মশারি: ডেঙ্গু মৌসুমে শরীরের বেশিরভাগ অংশ এবং হাত-পা ঢাকা থাকে এমন কাপড় পরিধান করতে হবে। দিনে ও রাতে বিশ্রাম অথবা ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে।

সিটি কর্পোরেশন নিয়মিতভাবে সকালে স্প্রে মেশিনের মাধ্যমে লারভিসাইড এবং বিকেলে ফগার মেশিনের সাহায্যে অ্যাডাল্টিসাইড প্রয়োগ কার্যক্রম পরিচালনা করছে। তবে বিকেলে ফগিং কার্যক্রমে প্রচুর ধোঁয়া নির্গত হওয়ায় শিশুদের দূরে রাখার জন্য সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়াও, সিটি কর্পোরেশন কর্তৃক নিয়োজিত কর্মীদেরকে বাসা-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস ও ব্যবসা কেন্দ্রের বেসমেন্ট এবং ছাদে মশক নিধন কার্যক্রম পরিচালনায় সহায়তা করার অনুরোধ জানানো হয়েছে।

মাইকিং-এ হুঁশিয়ারি দেওয়া হয়, কারো বাড়ির আঙ্গিনা, স্থাপনা বা প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর সহযোগিতায় মোবাইল কোর্টের মাধ্যমে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জ্বর হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা ও চিকিৎসা গ্রহণের আহ্বান জানানো হয়। নগর স্বাস্থ্য কেন্দ্রে স্বল্পমূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানানো হয়।

প্রশাসক বলেন, “ডেঙ্গু প্রতিরোধে আপনার অংশগ্রহণ-ই পারে, আপনার পরিবার ও নগর নিরাপদ রাখতে। মশার উৎসস্থল ধ্বংস করি, ডেঙ্গু মুক্ত দেশ গড়ি।”

RSS
Follow by Email