বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫
রাজনীতি

ডেঙ্গু প্রতিরোধে এনসিসির ব্যর্থতার খেসারত দিচ্ছে নগরবাসী: তরিকুল সুজন

লাইভ নারায়ণগঞ্জ: ডেঙ্গু মশা নিধনে সিটি কর্পোরেশনের (এনসিসি) ব্যর্থতার কারণে নারায়ণগঞ্জবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন। তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে এবং হাসপাতালগুলো পরিস্থিতি সামাল দিতে পারছে না।

আজ বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টায় সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের আমলাপাড়ায় প্রভাতী সংসদ-এর ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। কর্মসূচিতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ডেঙ্গুর প্রজননক্ষেত্র ধ্বংসে রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয়।

তরিকুল সুজন সিটি কর্পোরেশনের কার্যক্রমের সমালোচনা করে বলেন, ডেঙ্গু মশা নিধনে সিটি কর্পোরেশন সময় মতো যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। যার খেসারত দিচ্ছে নারায়ণগঞ্জবাসী। ফলে আজ পুরো নারায়ণগঞ্জ জুড়ে ঘরে ঘরে ডেঙ্গু আক্রান্ত রোগী। হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমেই বাড়ছে। হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবেই সামাল দিতে পারছে না। এমনকি বেসরকারি ক্লিনিক হাসপাতালগুলোতেও কোনো সিট ফাঁকা নেই।”

তিনি আরও উল্লেখ করেন যে, “অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করে শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধরাও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের কার্যক্রম নাগরিকদের কাছে সন্তোষজনক এবং দৃশ্যমান হয়নি।” তিনি দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ উদ্যোগ গ্রহণের জন্য সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানান।

তরিকুল সুজন শুধু রাসায়নিক ব্যবহার না করে নাগরিক সচেতনতার ওপরও জোর দেন। তিনি বলেন, কেবল ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র ধ্বংসে রাসায়নিক কীটনাশক এবং ফগার মেশিন ব্যবহার করে ডেঙ্গুকে প্রতিরোধ করা যাবে না। নাগরিকদের সচেতন এবং দায়িত্বশীল করে তুলতে হবে।”

তিনি ডেঙ্গুর উৎপত্তিস্থল চিহ্নিত করে পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন বাড়ির আঙ্গিনা, দুই বিল্ডিং এর মাঝের অংশ, দুই বিল্ডিং এর মাঝের ড্রেন— এগুলো পরিষ্কারের উদ্যোগ নিতে হবে। আমরা দেখেছি, এই সমস্ত জায়গাতেই ডেঙ্গু মশা বিস্তার করছে। এছাড়াও পরিত্যক্ত জমি, জমিতে গড়ে উঠা ঝোপঝাড়ে পুরাতন, নোংরা পানি জমে থাকে। এসব পরিষ্কার পরিচ্ছন্ন করার বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যথায় আমরা কোনোভাবেই ডেঙ্গু প্রতিরোধ করতে পারবো না।”

জনসচেতনতা কার্যক্রমে তরিকুল সুজনের সাথে আরও উপস্থিত ছিলেন— নারী সংহতির নারায়ণগঞ্জ জেলা কমিটির সম্পাদক পপি রানী সরকার, ক্রীড়া সংগঠক আলমগীর হোসেন আলম ও বরুণ মুখার্জি, সমাজ সেবক ইমরান আহমেদ, আরিফুল হক জুম্মন, সাবেক ফুটবলার মন্টু সাহা, সাদ্দাম হোসেন রিগান এবং সুমন সাহা, কাজী লিটু প্রমুখ।

RSS
Follow by Email