সোমবার, নভেম্বর ৩, ২০২৫
সদর

ডেঙ্গু প্রতিরোধে আমলাপাড়ায় মশক নিধন কর্মসূচি

লাইভ নারায়ণগঞ্জ: ডেঙ্গু প্রতিরোধ এবং নগরবাসীকে সচেতন করার লক্ষ্যে আমলাপাড়া পঞ্চায়েত কমিটির উদ্যোগে ব্যাপক মশক নিধন ও পরিছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে এই কর্মসূচির সূচনা হয়।

আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক হানিফ সরদার কর্মসূচির নেতৃত্ব দেন। এসময় তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সকলকে নিজ নিজ বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। আমরা যদি সচেতন হই, তবে এই মহামারি রোধ করা সম্ভব।”

তিনি আরও জানান, এই পরিছন্নতা ও মশক নিধন কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে এবং শিগগিরই নারায়ণগঞ্জের অন্যান্য এলাকাতেও অভিযান পরিচালনা করা হবে।

কর্মসূচির অংশ হিসেবে আমলাপাড়া এলাকার বিভিন্ন সড়ক, গলি, নালা ও নর্দমায় মশার ওষুধ ছিটানো, ফগার মেশিন ব্যবহার করে মশা নিধন এবং আবর্জনা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়।

আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী নূরল ইসলাম সরদার কর্মসূচিতে সভাপতিত্ব করেন এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ১৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হীরা সরদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদলের আসাদ সিকদার (বাবু), আলামিন, জিহাদ, সিয়াম, জুলহাস, সেলিম, শিমুল, গোলাম মাওলা, রাজা, তানভীর, পলাশ, জুয়েল, আকরাম, হৃদয়, নান্টু, অপু, নিশু, জাহিদ, পাপ্পু, বাঁধন প্রমুখ।

RSS
Follow by Email