মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
Led04রাজনীতি

‘ডেঙ্গু পরিস্থিতির উন্নতি দেখতে চাই, অন্যথায় সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও’

লাইভ নারায়ণগঞ্জ: ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন ও সিভিল সার্জনের ব্যর্থতার প্রতিবাদে গণসংহতি আন্দোলনের উদ্যোগে পথসভা করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৪টায় ফতুল্লা থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় ওই পথসভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ফতুল্লা থানার পথসভাটি ইসদাইর বাজারে শুরু হয়। ইসদাইর বাজার থেকে র‌্যালি করে গাবতলী মাজার রোডে অনুষ্ঠিত হয় এবং পথসভাটি শেষ হয় ইসদাইর স্টেডিয়ামে এসে। সিদ্ধিরগঞ্জ থানার পথসভাটি ৭ নং ওয়ার্ডের ভান্ডারী পুলে অনুষ্ঠিত হয়।

ফতুল্লা থানার পথসভায় তরিকুল সুজন বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও জেলা স্বাস্থ্য বিভাগ ব্যর্থ। তাদের ব্যর্থতার খেসারত দিচ্ছে নারায়ণগঞ্জবাসী। অক্টোবর-নভেম্বরে যে ডেঙ্গুর প্রকোপ বাড়বে এটা সেপ্টেম্বর মাসেই বিশেজ্ঞরা বলেছেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ দায়িত্ব গ্রহণ করে নি। কেবল লোক দেখানো উদ্যোগ নয়, দরকার কার্যকর পদক্ষেপ। ইতিমধ্যে আমরা আশঙ্কা করছি যে, জনস্বাস্থ্য বিপর্যয়ের মুখোমুখি নারায়ণগঞ্জের জনগণ। সেই বিপর্যয় মোকাবিলায় ইতিমধ্যে সিভিল সার্জন ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমরা দেখেছি সরকার হাসপাতালগুলোতে কীট সংকট, পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতা, গুরুতর রোগীর চিকিৎসা দিতে সা পেরে ঢাকায় ট্রান্সফার তার মধ্যে অন্যতম। নারায়ণগঞ্জের ২ টি সরকারী হাসপাতালে চিকিৎসা সেবা অত্যন্ত নিম্নমানের। এই ২ হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসায় প্লাটিলেট সংগ্রহ ও ট্রান্সফিশনের জন্য এফেরেসিস মেশিন নাই। অতিদ্রুত ২ হাসপাতালে এফেরেসিস মেশিন আনার ব্যবস্থা করতে হবে এবং ২৪ ঘন্টা কার্যকর রাখতে হবে। ডেঙ্গুর যথাযথ চিকিৎসা না পেয়ে নারায়ণগঞ্জের বহু রোগীকে ঢাকায় ট্রান্সফার করা হয়। রোগীদের এই ভোগান্তির দায় কোনভাবেই সিভিল সার্জন এড়াতে পারেন না। আমরা নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি দেখতে চাই। লোক দেখানো উদ্যোগ নয়, দরকার কার্যকর পদক্ষেপ। অন্যথায় আগামী ১ ডিমেম্বর সকাল ১১ টায় আমরা সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও করবো।

এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব, জেলা কমিটির ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, জেলা কমিটির রাজনীতি বিষয়ক সম্পাদক জাহিদ সুজন, নারী সংহতির আহ্বায়ক নাজমা বেগম, ২ নং ওয়ার্ড কমিটির আহ্বায়ক মোঃ সোহাগ, ৭ নং ওয়ার্ড কমিটির আহ্বায়ক জিয়াউর রহমান, ৭ নং ওয়ার্ড কমিটির সদস্য হাসিনা বেগম, শ্রমিক সংহতির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার রাজনীতি বিষয়ক সম্পাদক মুক্ত শেখ, ফতুল্লা থানার আহ্বায়ক রাতুল দেওয়ান, ১৩ নং ওয়ার্ড গণসংহতির সংগঠক জয় দেব প্রমুখ।

RSS
Follow by Email