ডেঙ্গু নিয়ে ছাত্র নেতা সাইদুরের ক্ষোভ ‘প্রশাসন চোখ বুঁজে আছে’
লাইভ নারায়ণগঞ্জ: যখন সারা দেশ ডেঙ্গুর প্রকোপে আতঙ্কিত, তখন নারায়ণগঞ্জে এই পরিস্থিতি যেন ‘মহামারি’র রূপ নিয়েছে। এমন এক সংকটময় মুহূর্তে প্রশাসনের ‘চোখ বুঁজে থাকা’ এবং ‘রাজনীতি রক্ষায় অতিরিক্ত আগ্রহের’ তীব্র সমালোচনা করে মাঠে নেমেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। জনগণের জীবন রক্ষায় প্রশাসনকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে, একই সঙ্গে ‘প্রশাসনিক নিষ্ক্রিয়তার বিরুদ্ধে গণপ্রতিরোধ’ গড়ে তোলার ডাক দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ধারাবাহিক ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে একযোগে সরকারি তোলারাম কলেজে সচেতনতা ক্যাম্পেইন এবং সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
সরকারি তোলারাম কলেজ ক্যাম্পেইনে নেতৃত্ব দেন কলেজ শাখার আহ্বায়ক রাইসা ইসলাম এবং সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশা। তাঁরা বলেন, বর্তমানে নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডেঙ্গু আক্রান্ত হচ্ছে, যা গভীর উদ্বেগের বিষয়।
আহ্বায়ক রাইসা ইসলাম বলেন, “আমরা ছাত্র ফেডারেশন তোলারাম কলেজের শিক্ষার্থীদের সচেতন করে তুলছি, যাতে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকে এবং পরিবারসহ এলাকার নাগরিকদের সচেতন করে। আমরা শিক্ষকদের প্রতিও আহ্বান জানিয়েছি, ডেঙ্গু প্রতিরোধে যেন কলেজ ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখাসহ যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়।”
এদিকে, সোনারগাঁও আঞ্চলিক কমিটির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি সোনারগাঁও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সোনারগাঁও মেরিট ইন্টারন্যাশনাল স্কুল এবং জিআর স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এই কর্মসূচিতে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক (ভলেন্টিয়ার) সংগ্রহ কার্যক্রমও সফলভাবে পরিচালিত হয়।
সোনারগাঁওয়ের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি ছাত্র নেতা সাইদুর রহমান, এবং সোনারগাঁও শাখার সংগঠক ফয়সাল হোসেন, নাজমুল হাসান শান্ত, আরিয়ান আহমেদ জুনায়েদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচি শেষে জেলা সভাপতি ছাত্রনেতা সাইদুর রহমান প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, “ডেঙ্গু এখন নারায়ণগঞ্জে মহামারি রূপ নিয়েছে, অথচ প্রশাসন চোখ বুঁজে আছে। জনগণের জীবনের চেয়ে রাজনীতি রক্ষায় তারা বেশি আগ্রহী।”
তিনি প্রশাসনের প্রতি অবিলম্বে কার্যকর ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের জীবন রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।
সাইদুর রহমান আরও বলেন, “বাংলাদেশ ছাত্র ফেডারেশন ইতিমধ্যে জেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি দিয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা নারায়ণগঞ্জের সকল মানুষকে আহ্বান জানাই—নিজ নিজ এলাকা পরিষ্কার রাখুন, জমে থাকা পানি ফেলে দিন এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন।”
ছাত্র ফেডারেশন দৃঢ়ভাবে বিশ্বাস করে—জনগণের ঐক্য ও সংগ্রামই পারে জীবনবিনাশী এই মহামারি এবং প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে বিজয় অর্জন করতে। এই কর্মসূচি জেলার বিভিন্ন অঞ্চলে চলমান ডেঙ্গু প্রতিরোধ উদ্যোগেরই অংশ বলে জানায় সংগঠনটি।