ডেঙ্গু থেকে না.ঞ্জবাসীকে সুরক্ষা দিতে মাসুদুজ্জামানের মশক নিধন অভিযান শুরু
লাইভ নারায়ণগঞ্জ: ডেঙ্গু ও মশাবাহিত রোগ থেকে নারায়ণগঞ্জবাসীকে সুরক্ষা দিতে মাসব্যাপী মশক নিধন অভিযান শুরু করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী ও শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ। তাঁর উদ্যোগে বুধবার (৮ অক্টোবর) অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নতমানের ওষুধ ব্যবহার করে এই জনকল্যাণমুখী কার্যক্রমের সূচনা হয়।
এই অভিযানের মূল লক্ষ্য হলো নারায়ণগঞ্জকে মশামুক্ত, সুস্থ ও সচেতন করে গড়ে তোলা।
মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে শুরু হওয়া এই তাৎক্ষণিক কর্মসূচির প্রথম দিনে বন্দর উপজেলার ২৪ নম্বর ওয়ার্ডে সফলভাবে ওষুধ ছিটানোর কার্যক্রম পরিচালিত হয়। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে ‘সময়োপযোগী পদক্ষেপ’ হিসেবে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে নিয়মিত এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
এই মাসব্যাপী কর্মসূচিতে অত্যাধুনিক ফগার মেশিন এবং উচ্চমানের মশা নিধনের ওষুধ ব্যবহার করা হচ্ছে।
এদিনের মশক নিধন কার্যক্রমে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে নেতৃত্ব দেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক জাকির হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল, সদর এর যুগ্ম আহ্বায়ক মিঠু, এবং ১৭ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মোস্তফা।
এ সময় আরও অনেক দায়িত্বশীল নেতা ও কর্মীবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং জনগণের মধ্যে ডেঙ্গু ও মশা নিয়ে সচেতনতা বাড়াতে কাজ করেন।
নেতৃবৃন্দ জানিয়েছেন, “আমাদের লক্ষ্য একটাই— মশামুক্ত, সুস্থ ও সচেতন নারায়ণগঞ্জ গড়ে তোলা। এ কার্যক্রমের মাধ্যমে শুধু ওষুধ প্রয়োগই নয়, আমরা জনসচেতনতা বাড়াতেও কাজ করছি।”
কর্তৃপক্ষ জানায়, এই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ শহরের প্রতিটি ওয়ার্ডে ফগার মেশিন ব্যবহার করে মশা নিধনের ওষুধ ছিটানো হবে। নাগরিক সেবায় মাসুদুজ্জামান মাসুদের প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন এই উদ্যোগটি নারায়ণগঞ্জবাসীর স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।