শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
স্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্ত হয়ে সাংবা‌দিক আবুল হাসানের পুত্রের মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: আর‌টি‌ভি অনলাইনের শিফট ইনচার্জ সাংবা‌দিক আবুল হাসানের ছয় বছরের শিশু পুত্র তাশ‌ফিন আহনাফ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে।

শুক্রবার বাদ মাগ‌রিব ভূইগড়স্থ মাহমুদ নগর এলাকায় জানাজা শে‌ষে মাহমুদনগর কবরস্থা‌নে তাকে দাফন করা হয়।

এর আগে, আজ বিকেল সা‌ড়ে ৩টায় ইসলামী ব‌্যাংক হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

পরিবারের সদস্যরা জানায়, শিশু তাশ‌ফিন আহনাফ নারায়ণগঞ্জ আইডিয়াল স্কু‌লের প্রি ওয়া‌নের ছাত্র। ৪ দিন আগে বাসায় জ্বর দেখা দিলে বঙ্গবন্ধু হাসপাতা‌লে টেস্ট করা‌নো হয়। তা‌তে ডেঙ্গু ধরা প‌ড়ে। পরবর্তী‌তে ইসলামী ব‌্যাংক হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। সেখা‌নে ২ দিন থাকার অবস্থার অবন‌তি হ‌লে ঢা‌মে‌কে নি‌য়ে যাওয়া হয়। সেখানেই চি‌কিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

RSS
Follow by Email