বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫
গণমাধ্যমফতুল্লা

ডেঙ্গু আক্রান্ত সাংবাদিক আল-আমীনের পাশে রাজনৈতিক ও গণমাধ্যমকর্মীরা

লাইভ নারায়ণগঞ্জ: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক আল-আমীন প্রধানকে দেখতে প্রো একটিভ হাসপাতালে ছুটে গেলেন রাজনৈতিক ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্টজনেরা। অসুস্থ সহকর্মীর খোঁজখবর নিতে তারা তার পাশে কিছু সময় কাটান।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জনদল (বিজেডি)-এর মহাসচিব ও দৈনিক স্বাধীন কাগজ-এর যুগ্ম সম্পাদক সেলিম আহমেদ, দৈনিক পূর্বাভাস-এর যুগ্ম সম্পাদক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি এবং দৈনিক স্বাধীন কাগজ-এর উপ-সম্পাদক ফয়সাল রায়হান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সাইনবোর্ডে অবস্থিত প্রো একটিভ হাসপাতালে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাংবাদিক আল-আমীন প্রধানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বুধবার বিকেলে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত আল-আমীন প্রধান বর্তমানে দৈনিক যুগান্তর-এর ফতুল্লা প্রতিনিধি হিসেবে দায়িত্বরত। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন সমাজকর্মী হিসেবে ফতুল্লাবাসীর কল্যাণে নানামুখী মানবিক কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন।

নেতৃবৃন্দ অসুস্থ সাংবাদিকের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।

RSS
Follow by Email