ডেঙ্গু আক্রান্ত সাংবাদিক আল-আমীনের পাশে রাজনৈতিক ও গণমাধ্যমকর্মীরা
লাইভ নারায়ণগঞ্জ: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক আল-আমীন প্রধানকে দেখতে প্রো একটিভ হাসপাতালে ছুটে গেলেন রাজনৈতিক ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্টজনেরা। অসুস্থ সহকর্মীর খোঁজখবর নিতে তারা তার পাশে কিছু সময় কাটান।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জনদল (বিজেডি)-এর মহাসচিব ও দৈনিক স্বাধীন কাগজ-এর যুগ্ম সম্পাদক সেলিম আহমেদ, দৈনিক পূর্বাভাস-এর যুগ্ম সম্পাদক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি এবং দৈনিক স্বাধীন কাগজ-এর উপ-সম্পাদক ফয়সাল রায়হান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সাইনবোর্ডে অবস্থিত প্রো একটিভ হাসপাতালে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সাংবাদিক আল-আমীন প্রধানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বুধবার বিকেলে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত আল-আমীন প্রধান বর্তমানে দৈনিক যুগান্তর-এর ফতুল্লা প্রতিনিধি হিসেবে দায়িত্বরত। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন সমাজকর্মী হিসেবে ফতুল্লাবাসীর কল্যাণে নানামুখী মানবিক কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন।
নেতৃবৃন্দ অসুস্থ সাংবাদিকের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।