মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
রাজনীতি

ডেঙ্গু আক্রান্ত রাজীবের দ্রুত সুস্থতা কামনায় দোয়া চাইলেন সোহেল

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব (ভিপি রাজীব) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তাঁর ডেঙ্গু পজিটিভ হওয়ার খবরে উদ্বেগ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা নুর আহমেদ ভূঁইয়া সোহেল।

নুর আহমেদ ভূঁইয়া সোহেল এক বিবৃতিতে বলেন, ভিপি রাজীবের মতো একজন নিবেদিত নেতার অসুস্থতার খবরে তাঁরা মর্মাহত।

তিনি বলেন, “মাশুকুল ইসলাম রাজীব (ভিপি রাজীব) ভাইয়ের ডেঙ্গু পজিটিভ। এই সময়ে আমি মহান আল্লাহর দরবারে রাজীব ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি, এবং পাশাপাশি দেশবাসীর কাছেও তাঁর জন্য দোয়া প্রার্থনা করছি।”

তিনি আশা প্রকাশ করেন, রাজীব ভাই দ্রুত সুস্থ হয়ে নেতাকর্মীদের মাঝে ফিরে আসবেন।

RSS
Follow by Email