ডেঙ্গু আক্রান্ত বিপ্লবকে দেখতে গেলেন গণসংহতি’র নেতৃবৃন্দ
লাইভ নারায়ণগঞ্জ: ডেঙ্গু জ্বরে আক্রান্ত গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী বিপ্লব খান-কে দেখতে তাঁর বাসভবনে যান দলের জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় তাঁর বাড়িতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিপ্লব খান গত চার দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন। গত দুদিনে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং তাঁর রক্তে প্লাটিলেটের সংখ্যা এক লক্ষ থেকে কমে ৭৫ হাজারে নেমে এসেছে। নেতৃবৃন্দ তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন দলের জেলা নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, প্রচার সম্পাদক শুভ দেব, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, দলের সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক জিয়াউর রহমান, সদস্য সচিব মোঃ সোহাগ এবং ছাত্র ফেডারেশনের জেলার সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম আল জাহিদ।
নেতৃবৃন্দের সাথে আলাপকালে বিপ্লব খান তাঁর দ্রুত সুস্থতার জন্য নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া চেয়েছেন।