ডেঙ্গু আক্রান্ত নাদিম হাসান মিঠুকে দেখতে হাসপাতালে সানি
লাইভ নারায়ণগঞ্জ: ডেঙ্গু জ্বরে আক্রান্ত নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদিম হাসান মিঠুকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে তিনি হাসপাতালে চিকিৎসাধীন নাদিম হাসান মিঠুর শয্যাপাশে যান। এসময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।
নেতাকর্মীরা জানান, ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় দলের আরও অনেক নেতাকর্মী অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
