ডেঙ্গু আক্রান্ত চঞ্চলকে দেখতে হাসপাতালে টিপু
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন চঞ্চলকে দেখতে চাষাড়া হেলথ রিসোর্ট হাসপাতালে যান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে এড. আবু আল ইউসুফ খান টিপু হাসপাতালে গিয়ে অসুস্থ আলমগীর হোসেন চঞ্চলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।
এড. টিপু আলমগীর হোসেনের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন এবং তার সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পরামর্শ দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম, কৃষক দলের নেতা মাহবুল আলম, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মাসুম খান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
