মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
Led03রাজনীতি

ডেঙ্গুতে প্রতিটি মৃত্যুর জন্য সিটি কর্পোরেশন-স্বাস্থ্য বিভাগ দায়ী: বিপ্লব

লাইভ নারায়ণগঞ্জ: ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন ও সিভিল সার্জনের ব্যর্থতার প্রতিবাদে পথসভা করেছে গণসংহতি আন্দোলন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় ১১ নং ওয়ার্ডের উদ্যোগে ওই পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাটি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গণসংযোগ করে। নগর খানপুর থেকে পথসভা শুরু হয়ে তল্লা রেল লাইন, সর্দারপাড়া, ১১ নং ওয়ার্ড কাউন্সিলরের অফিসের সামনে হয়ে খানপুর হাসপাতালে এসে শেষ হয়।

পথসভায় মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব বলেন, আমরা গত ২২নভেম্বর ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন ও সিভিল সার্জনের অবহেলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করি। সেখান থেকে ৭দিনের মধ্যে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি সাধনে ব্যর্থ হলে আগামি ১লা ডিসেম্বর রবিবার সিভিল সার্জন কার্যালয় ঘেরাওয়ের ঘোষনা দেওয়া হয়। কিন্তু ৪ দিন অতিবাহিত হয়ে গেলেও ডেঙ্গু পরিস্থিতির কোন উন্নতির লক্ষন দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন, যেভাবে আক্রান্ত লাফিয়ে বাড়ছে তাতেই মনে হচ্ছে সত্যিই আমরা জনস্বাস্থ্য বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছি। আক্রান্ত যত বাড়বে মৃত্যু তত বেশি হবে। এভাবে চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিটি মৃত্যুর জন্য সিটি কর্পোরেশন, জেলা স্বাস্থ্যে বিভাগ ও সিভিল সার্জন দায়ী থাকবে। আমরা নারায়ণগঞ্জবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই আগামি রবিবার সিভিল সার্জন কার্যালয় ঘেরাও কর্মসূচীতে যুক্ত হোন।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৯০ এর অধিক। মশার কামড় আজ মহামারি! অথচ শুধুমাত্র কিছু পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই করা যেত প্রতিরোধ। বিগত বছরগুলোতে আমরা ‘ডেঙ্গু নিধন’ এর কোটি টাকার বাণিজ্য দেখতে পেতাম। প্রত্যাশা ছিলো অভ্যুত্থান পরবর্তী এই সময়ে মিলবে প্রতিকার, বাচবে প্রাণ! কিন্তু এবারো একই হাল। আঞ্চলিক পরিচ্ছন্নতা, মশক নিধন কর্মযজ্ঞ, সামাজিক গণসচেতনতা ও আধুনিক চিকিৎসার মাধ্যমে রক্ষা করা যাবে প্রাণ! আমরা মনে করি, সিটি কর্পোরেশন ও সিভিল সার্জনের স্বদিচ্ছা ও জনতার প্রতি দায়বদ্ধ আচরণ বদলে দিতে শহরের ডেঙ্গু বাস্তবতা। ফলে আগামী আমরা সিটি কর্পোরেশন ও সিভিল সার্জনের প্রতি নিজ কর্তব্য পালনের আহবান রাখি। আগামী শনিবারের মধ্যে ডেঙ্গু পরিস্থিতির নিয়ন্ত্রণে না আসলে আমরা নারায়ণগঞ্জ শহরের আপামর ছাত্র-জনতা ‘সিভিল সার্জন কার্যালয় ঘেরাও’ কর্মসূচি ঘোষণা করবো। নারায়ণগঞ্জ শহরের সকল শিক্ষার্থীদের নিজের পরিবার-পরিজন-প্রতিবেশীদের ডেঙ্গু মহামারি থেকে নিরাপদ রাখতে সচেতন থাকার এবং প্রতিরোধে নিয়োজিত হবার আহবান জানাই।

এ সময় উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন নাসিক ১১নং ওয়ার্ড কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু ও গণসংহতি জেলার ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা, সহ-সভাপতি সাইদুর রহমান, মহানগর কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ বকুল, ১১ নং ওয়ার্ডের সংগঠক জহির উদ্দিন হীরা, বাবলু মিয়া, ১৩ নং ওয়ার্ড সংগঠক জয়দেব প্রমুখ।

RSS
Follow by Email