শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
Led03জেলাজুড়ে

ডিসি মাহমুদুল হক বিআইডব্লিউটিসি’তে বদলি

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাহমুদুল হককে নৌ পরিবহন মন্ত্রণালয়ে প্রেষণে বদলি করা হয়েছে। তাকে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের পরিচালক পদে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক পদে রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে পদায়ন করা হয়েছে। এর আগে গত ৩০ ডিসেম্বর ডিসি মোহাম্মদ মাহমুদুল হককে বদলি করে জীবন বীমা কর্পোরেশনের মহাব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে ৬ জানুয়ারি আরেক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ বাতিল করা হয়।

নারায়ণগঞ্জে মাহমুদুল হক দায়িত্ব গ্রহণের পর থেকেই তার দক্ষতা, মানবিকতা ও পেশাদারিত্বের জন্য সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তিনি বিশেষভাবে আলোচনায় আসেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নারায়ণগঞ্জের অস্থিতিশীল পরিস্থিতি দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করার জন্য। সেসময় তিনি ঠান্ডা মাথায় সুকৌশলী সিদ্ধান্ত নিয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখেন।

RSS
Follow by Email