বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫
Led01ফতুল্লা

ডিসির ক্ষোভ ‘ময়লা তোলার পর আবারও খালে ফেলছে’

লাইভ নারায়ণগঞ্জ: জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন খাল পরিষ্কার ও খনন কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে ফতুল্লার ওয়াপদা পুল এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় খালের দূষণরোধে সাইনবোর্ড স্থাপন, লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।

জেলা প্রশাসক জানান, এই কার্যক্রম গত ২৯ জুলাই শুরু হয়েছে এবং ইতিমধ্যে ১২শ’ ট্রাক ময়লা অপসারণ করা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে, ময়লা তোলার পর আবারও মানুষ খালে ময়লা ফেলছে, যা এই উদ্যোগের সফলতার পথে বাধা।

তিনি বলেন, “নারায়ণগঞ্জে মোট ৯২ কিলোমিটার খালের মধ্যে ১৭ কিলোমিটার অবৈধ দখলে রয়েছে। এসব দখলদারদের উচ্ছেদ করে খালের স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করা হবে।” তিনি আরও জানান, এই খালগুলোকে মাছের অভয়ারণ্য হিসেবেও গড়ে তোলা হবে।

তিনি বলেন, “এই ১৭ কিলোমিটার খাল পুনরুদ্ধার করা না গেলে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা কঠিন। খালগুলো পুনরুদ্ধার করে জলাবদ্ধতার সমস্যা সহনীয় করে আনতে আমরা মন্ত্রণালয়ের সহায়তায় কাজ শুরু করেছি।”

এই উদ্যোগের মাধ্যমে শুধু জলাবদ্ধতা নয়, পরিবেশগত ভারসাম্য রক্ষার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। তিনি বলেন, জনগণের মাঝে সচেতনতা বাড়াতে সাইনবোর্ড লাগানো এবং লিফলেট বিতরণের মতো কার্যক্রম চালানো হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ডিএনডি প্রকল্পভুক্ত এলাকায় এই কার্যক্রম শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুভ আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।

RSS
Follow by Email