মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫
Led03জেলাজুড়েপরিবহন

ডিসির অনুরোধে স্বাধীনতা দিবসে না.গঞ্জে চালু হবে মেট্রোরেলের আদলে নতুন ট্রেন সার্ভিস

লাইভ নারায়ণগঞ্জ: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা রুটে ৮ জোড়া নতুন ট্রেন চালু করা হচ্ছে। ট্রেনটি আগামী ২৬ মার্চ সকাল ১১ টায় ঢাকা থেকে ছেড়ে আনুমানিক ১১:৫০ ঘটিকায় নারায়নগঞ্জে আসবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (১৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৬ মার্চ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা রুটে ৮ জোড়া নতুন ট্রেন চালু করা হচ্ছে। ট্রেনটি আগামী ২৬ মার্চ সকাল ১১ টায় ঢাকা থেকে ছেড়ে আনুমানিক ১১:৫০ ঘটিকায় নারায়নগঞ্জে আসবে (বিস্তারিত পরবর্তীতে জানানো হবে)। এই উদ্যোগ নারায়ণগঞ্জবাসীর জন্য দ্রুত, নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাকের বিশেষ অনুরোধে বাংলাদেশ রেলওয়ের সার্বিক তত্ত্বাবধানে চালু হতে যাওয়া এই ট্রেন সার্ভিস নারায়ণগঞ্জ ও ঢাকার মধ্যে যাত্রীদের যাতায়াত আরও সহজ করবে। মেট্রোরেলের আদলে তৈরি এসব ট্রেন আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এবং উন্নত সেবার ট্রেন পরিচালনার মানদণ্ড বজায় রাখবে।

RSS
Follow by Email