শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
Led01অর্থনীতিজেলাজুড়েফতুল্লা

ডিসির অনুরোধে পুলিশের কাজ গতিশীল করতে আসবাবপত্র ও সরঞ্জাম বিতরণ করলেন বিকেএমইএ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের অনুরোধে বিভিন্ন ক্ষতিগ্রস্থ থানা গুলোতে আসবাবপত্র ও সরঞ্জাম আদি দিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। শনিবার (১৭ আগস্ট) জেলা পুলিশ সুপার কার্যলয়ে অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরুর কাছে প্রায় ৪০ লাখ টাকার সরঞ্জাম আদি তুলে দেয় বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।

নারায়ণগঞ্জ এর চারটি থানায় বিকেএমই’র পক্ষ কম্পিউটার সেট (পিসি, মনিটর, প্রিন্টার, ইউ.পি.এস) ১৭ সেট, ডিপফ্রিজ ১ সেট, কম্পিউটার স্ক্যানার ২ সেট, ফটোকপি মেশিন ২ সেট, ল্যাপটপ ২ সেট, টেলিভিশন ৩২” ৬ সেট, ফাইল কেবিনেট ১০ সেট, আলমারী ৫ পিস, সিলিং ফ্যান ১৫০ পিস, লাইট (১৮ ওয়াট) ২০০ পিস, চেয়ার ৫০ পিস, টেবিল ১০ পিস, রেজিষ্টার খাতা (৫০০ পাতা) ১০ পিস, রেজিষ্টার খাতা (১০০০ পাতা) ১০ পিস, বিছানাসহ খাট ১০০ পিস, অফসেট রিম A4 ১০ রিম, অফসেট রিম Legal ১০ রিম, ডাবল চুলা ২ পিস, প্লেট ১০০ পিস, ডেকসি ২ পিস, স্টিলের বল২ পিস, বড় পাতিল ২ পিস বিতরণ করেছেন।

বিতরণকালে বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, পুলিশ না থাকলে জানমালের নিরাপত্তা, সাধারণ মানুষের নিরাপত্তার খুব অভাব ফিল হচ্ছিলো আমাদের। পুলিশ যাতে দ্রুত কার্যক্রম শুরু করতে পারে সেই জন্যই আমরা এগিয়ে এসেছি। সরকার থেকে কবে দিবে আর কবে কার্যক্রম শুরু করবে, হয়তো সময় লাগতে পারে। তাই আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আমরা এগিয়ে এসেছি। শুরুতে আমরা একটা নিরাপত্তাহীনাতায় ভুগছিলাম। ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে তারা আমাদের সেই সময় সাপোর্ট দিয়েছে। পুলিশ এর আগের আমাদের শিল্প কল কারখানার নিরাপত্তার জন্য কাজ করেছেন। এখনো করবেন এটাই আমাদের প্রত্যাশা। এছাড়া ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই, কারণ তারা আমাদের নিপত্তার দায়িত্বে থেকেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু বলেন, গত কয়েকদিনের সহিংসতায় আমাদের থানায় লুটপাট হয়েছে। এর ফলে পুলিশের যে সাভাবিক কার্যক্রম সেটি ভিগ্নিত হচ্ছে। নারায়ণগঞ্জে ব্যবসায়ী সংগঠন বিশেষ করে বিকেএমইএ সংগঠন আমাদের দুর্যোগ কালিন সময়ে পাশে দাঁড়িয়ে আছে। তার জন্য আমি কৃতজ্ঞ। আমাদের সকল সদস্য উপস্থিত হয়েছে, আমাদের সকল কার্যক্রম শুরু হয়েছে। আজকে উনারা আমাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র দিলেন, এতে আরও গতিশীল হবে আমাদের কাজ। নারায়ণগঞ্জের মানুষের আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা দিতে আমরা এগিয়ে যাবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিকেএমই’র সহ সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, পরিচালক আশিকুর রহমান, মো. আব্দুল হান্নান, রতন কুমার সাহা, তারেক আফজাল, জাকারিয়া ওয়াজিদ, মিনহাজুল হকসহ নেতৃবৃন্দ।

RSS
Follow by Email