শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
Led05বন্দর

ডিবি পুলিশের পৃথক অভিযানে ২ জন আটক, ইয়াবা উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক দুইটি অভিযান চালিয়ে মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে। ডিবি পুলিশের অভিযোগ, আটককৃতরা মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মিয়ার তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিঃ)/সজীব সাহা অভিজিৎ সঙ্গীয় ফোর্স সহ শুক্রবার (২৪/১০/২০২৫ খ্রি.) বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটের দিকে প্রথম অভিযান পরিচালনা করেন।

এই অভিযানে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন চিড়াইপাড়া (লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড সংলগ্ন) এলাকার আল মদিনা বাংলা খাবার হোটেলের সামনে থেকে রফিক ওরফে সিএনজি রফিক (৫৪)-কে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। ডিবি পুলিশের অভিযোগ, তিনি একজন মাদক কারবারি।

একই দিন রাত আনুমানিক ৯টায় দ্বিতীয় অভিযান চালানো হয়। সাব-ইন্সপেক্টর (নিঃ)/বিরাজ দাস সঙ্গীয় ফোর্স সহ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ মৌচাক মিজমিজি সাকিনস্থ ফয়সাল টাওয়ারের একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করেন।

সেখান থেকে মো. সাইফুল (৪৫) নামের এক ব্যক্তিকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। সাইফুল সোনারগাঁও উপজেলার নয়াপাড়া এলাকার বাসিন্দা। ডিবি বলছে, তিনিও মাদক কারবারির সঙ্গে যুক্ত।

ডিবি পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে শনিবার (২৫ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

RSS
Follow by Email