শনিবার, আগস্ট ২, ২০২৫
Led05রূপগঞ্জ

ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ, ৯ ঘণ্টা পর উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: ডিবি পুলিশ পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের ৯ ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) রাত ৮টার দিকে আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করা হয়। অপহরণকারীরা একটি হাইয়েস গাড়িতে তাকে তুলে নেয় এবং নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দেয়।

অপহৃত ব্যবসায়ীর নাম দুলাল রায় (৫০)। অপহরণকারীরা দুলাল রায়ের মোবাইল ফোন থেকে তার স্ত্রীর কাছে ফোন করে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে। দ্রুতই তার স্ত্রী আড়াইহাজার থানায় বিষয়টি জানান।

খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নির্দেশে অভিযান শুরু হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. সোহেল রানার টিম ও ডিবির ওসি খন্দকার জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ অপহরণকারীদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মো. মেহেদী ইসলাম গণমাধ্যমকে জানান, অপহরণকারীদের ব্যবহৃত মোবাইল ফোন চালু থাকায় প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান খুঁজে পাওয়া যায়। পুলিশি তৎপরতা টের পেয়ে শনিবার (২ আগস্ট) ভোর ৫টার দিকে রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় দুলাল রায়কে ফেলে পালিয়ে যায় অপহরণকারীরা। সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। দুলাল রায় আড়াইহাজারের উচিৎপুরা ইউনিয়নের ভৈবরদী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ননী গোপাল রায়।

RSS
Follow by Email