বুধবার, অক্টোবর ৩০, ২০২৪
Led02সদর

ডিগ্রিরচর বাজারে অটোরিকশায় ধাক্কায় ৬ বছরের শিশু আহত, ঢামেকে মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: সদর উপজেলার ডিগ্রিরচর বাজারে এক অটোরিকশার ৬ বছরের শিশু মোস্তাকিম আহত হয়। পরবর্তীতে শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় আলীরটেক ডিগ্রিরচর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মোস্তাকিম হলো সদরের ডিগ্রিরচর এলাকার সোনিয়া বেগমের ছেলে ও নাজমুল ইসলামের মাদ্রাসা পড়ুয়া ছাত্র।

এ ঘটনায় নিহতের মা গণমাধ্যমকে বলেন, ‘সকালে মোস্তাকিম মাদ্রাসায় যাওয়ার পথে ডিগ্রিচর বাজারে রাস্তা পারি দেওয়ার সময় একটি অটো রিকশা বেপরোয়া গতিতে এসে মোস্তাকিম কে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে মোস্তাকিমকে দ্রুত ঢাকায় নিয়ে আনার পর ডাক্তার জানায়, মোস্তাকিম বেঁচে নাই।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমরা তথ্য পেয়েছি, অটোরিকশার ধাক্কায় শিশুটি গুরুত্বর আহত হয় এবং পরে ঢাকায় মৃত্যুবরণ করে। তবে শিশুর পরিবার এ বিষয়ে কোন অভিযোগ করেনি, আমরা তাদের সাথে যোগাযোগ করেছিলাম। তারা বলেছে এই একটা দূর্ঘটনা। এখানে তাদের কারো উপর অভিযোগ নেই।’

RSS
Follow by Email