রবিবার, অক্টোবর ১২, ২০২৫
ধর্ম

ডিআইটি মসজিদে আগের সভাপতি-সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ডিআইটি মার্কেট সংলগ্ন ‘ডিআইটি রেল কলোনী কেন্দ্রীয় জামে মসজিদ’ পরিচালনা কমিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পর উপস্থিত মুসল্লিদের সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের (২০২৫-২০২৮) জন্য ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন করা হয়।

মসজিদের খতিব ও সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব উপস্থিত মুসল্লিদের নিকট নতুন কমিটির নাম প্রস্তাব করলে সবাই তা সমর্থন করেন।

কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরউদ্দিন আহম্মেদ সভাপতি পদে এবং আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল আউয়াল সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ সভাপতি আলহাজ্ব আল আমীন ও আলহাজ্ব সিরাজুল ইসলাম; সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত আলী ও আলহাজ্ব মামুনুর রশীদ; কোষাধ্যক্ষ আলহাজ্ব গোলাম দস্তগীর; এবং মসজিদ পাঠাগার ও দ্বীনি দাওয়াত সম্পাদক আলহাজ্ব শরীফ গাফ্ফার।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আলহাজ্ব বজলুর রহমান, আলহাজ্ব মোঃ সেলিম, আলহাজ্ব আলী আহাম্মদ মাষ্টার, আলহাজ্ব মোঃ নবী হোসেন, আলহাজ্ব মজিবুর রহমান, আলহাজ্ব আবু সাঈদ, আলহাজ্ব হাফেজ বশির আহম্মেদ, মোঃ আব্দুল হক এবং মোঃ মুসা মিয়া।

RSS
Follow by Email