‘ডামি’ নির্বাচনের অভিযোগে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে মামলার আর্জি
লাইভ নারায়ণগঞ্জ: শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি ও তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ১২ জনের বিরুদ্ধে ‘ভোটারবিহীন, জালিয়াতিপূর্ণ ও ডামি’ নির্বাচনের অভিযোগে আদালতে মামলার আবেদন করেছেন এক বিএনপি নেতা।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম হায়দার আলীর আদালতে মামলার আর্জি দেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া।
মামলার আবেদনে উল্লেখ করা হয়, ‘বিবাদীরা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে তিনটি ‘ভোটারবিহীন, জালিয়াতিপূর্ণ ও ডামি’ নির্বাচনের আয়োজন করে। তারা তাদের অধিনস্তদের এই ‘অবৈধ’ তিন নির্বাচন অনুষ্ঠিত করতে বাধ্য করে। এই তিনটি নির্বাচন সকল অনিয়ম ও কারচুপিকে ছাড়িয়ে গেছে। বিবাদীরা সাংবিধানিক পদে থাকলেও তারা দায়িত্ব পালন না করে বাংলাদেশকে অন্য রাষ্ট্রের ‘করদ রাজ্যে’ পরিণত ও দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার উদ্দেশ্যে গণতন্ত্রকে হত্যা করে জনগণের ভোটাধিকার হরণ করেছে। তারা জনগণের বিশ্বাস ভঙ্গ করে তাদের সাথে তঞ্চকতা, জাল-জালিয়াতিপূর্ণ, রাষ্ট্রদ্রোহ ও রাষ্ট্রব্যবস্থা ধ্বংসের মতো ফৌজদারি অপরাধ করেছে।
আবেদনে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তার ছেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহম্মদ, কে এম নুরুল হুদা, কাজী হাবিবুল আউয়াল, সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আশিক উল হককে বিবাদী করা হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী আব্দুল বারী ভূঁইয়া গণমাধ্যমে বলেন, ‘আদালত মামলার আবেদনটি আমলে নিয়ে এ ধরনের মামলা কোনো থানায় আগেই হয়েছে কিনা যাচাই করার নির্দেশ দিয়েছেন। এবং মামলার আবেদনের বিষয়ে আগামী ৩ জুন আদেশ দিবেন বলে জানিয়েছেন।’