মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫
Led01স্বাস্থ্য

ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ, ভিক্টোরিয়ায় দুদকের অভিযান

লাইভ নারায়ণগঞ্জ: এক চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে তদন্তে এসেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকালে নিতাইগঞ্জ এলাকায় অবস্থিত হাসপাতালটিতে দুদকের এ অভিযান পরিচালনা করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, অভিযুক্ত ডাক্তারের হলেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের ইউনানী বিভাগের মেডিকেল অফিসার হুমায়ুন কবির সরকার। তার বিরুদ্ধে ইউনানী খাতে বরাদ্দের টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ উঠে।

এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম বলেন, ‘দুদকের টিম হাসপাতালে এসেছিল দু’টি কাজে। একটি স্যারের সাথে কথা বলেছেন আর কিছু সিআর দেখেছেন এবং অপরটি একজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ ছিলো। সে প্রসঙ্গে কিছু তথ্য নেওয়ার জন্য। তারা যেসব তথ্য চেয়েছেন তা তাদের কাছে সরবরাহ করা হয়েছে।’

RSS
Follow by Email