বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
Led01সদর

ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষ: লাশ ফিরলো না.গঞ্জে, এলাকায় শোকাবহ পরিবেশ

লাইভ নারায়ণগঞ্জ: ফরিদপুরের গেরদায় ঢাকাগামী ট্রেনের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় নিহতদের লাশ এসে পৌছেছে নারায়ণগঞ্জে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াপাড়া এলাকা, তিনটি অ্যাম্বুলেন্স প্রবেশ করে ভূঁইয়া বাড়িতে। ভেতর থেকে বের করা হয় মরদেহ।

এর আগে, এ ভূঁইয়া বাড়ির পাঁচজন সদস্য মঙ্গলবার সাড়ে ১২টার দিকে ফরিদপুরে সদরপুর উপজেলার মুন্সীবাজার এলাকায় ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ হারান।

নিহতরা হলেন- ভূঁইয়াবাড়ির মাসুম শরীফ ভূঁইয়ার মেয়ে সাজিয়া সাজু (৪৫), মাসুমের ছোটভাই হাসান ভূঁইয়ার মেয়ে ফাহমিদা শারমিন মুন (৪০), মুনের স্বামী মামুন চৌধুরী লিটন (৫০), মাসুমের আরেক ভাই হোসেন ভূঁইয়ার ছেলে সাঈদের স্ত্রী আতিফা রহমান ভূঁইয়া (৩৬) এবং তাদের আরেক আত্মীয় উম্মে তাসনুমা রিন্তু (৩০)৷

দুর্ঘটনার পর থেকেই এ বাড়িতে শোকাবহ পরিবেশ। এলাকাবাসীর মধ্যেও শোক ছড়িয়ে পড়েছে। ভাই হারানোর শোকে কাঁদছিলেন নিহত মামুনের ছোটভাই সেলিম চৌধুরী। সাথে থাকা সেলিমের বন্ধু শামীম জানান, ভোরে ব্যক্তিগত দু’টো গাড়িতে ফরিদপুরের উদ্দেশ্যে রওয়ানা হন ১০ জন। পদ্মা সেতু পেরিয়ে সড়কে দাঁড়িয়ে খেজুরের রসও খেয়েছিলেন তারা। পরে ফেরার পথে দুটি গাড়ির মধ্যে একটা গাড়ি সামনে এগিয়ে গেলেও পেছনে থাকা মাইক্রোবাসটি দুর্ঘটনার শিকার হয়।

মামুন নারায়ণগঞ্জের ফোর নিটওয়্যার লিমিটেডের সত্ত্বাধিকারী৷ তার নবম শ্রেণি পড়ুয়া কন্যা মাবিন চৌধুরী তাজরীনও (১৩) এ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি বলে জানান স্বজনরা৷

RSS
Follow by Email