রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
Led02জেলাজুড়েফতুল্লা

ট্রেনের রাস্তায় ইস্পাত দিয়ে নাশকতা করার অভিযোগ

লাইভ নারায়ণগঞ্জ: ট্রেনের রাস্তায় মোটা লোহা রেখে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ রেল সড়কের ফতুল্লার কোতালেরবাগ হক বাজারের কাছে ওই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, রেললাইনের উপরে মোটা লোহা রাখা হয় যেন ট্রেন উল্টে পড়ে হতাহতের ঘটনা ঘটে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেস।

বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিক জরুরি নম্বর ৯৯৯ এ ফোন করে প্রশাসনকে জানান। এরপর জিআরপি পুলিশ রেললাইন থেকে লোহাটি উদ্ধার করে নিয়ে যায়।

এসআই মোখলেস জানান, জরুরি নম্বরে ফোন পেয়ে কোতালেরবাগ এলাকার রেললাইনে এসে দেখি, একটি রেললাইনের ভাঙ্গা স্পাত চলাচলরত লাইনের ওপর নাট দিয়ে লাগিয়ে রাখা হয়। এটি লাইনের ওপর থাকলে ট্রেন উল্টে অনেক বড় হতাহতের ঘটনা ঘটতে পারতো। বিষয়টি আগে জানতে পারায় ভয়াবহ একটি দুর্ঘটনা থেকে অনেক রেল যাত্রী বেঁচে গেছেন। আমরা ইতোমধ্যে নিরাপদ রেল চলাচল নিশ্চিত করেছি। আমরা তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছি, বাকিটা তদন্ত সাপেক্ষ বলা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

RSS
Follow by Email