সোমবার, জুলাই ৭, ২০২৫
Led05জেলাজুড়ে

ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের সংবর্ধনা দিলেন এসপি প্রত্যুষ কুমার

লাইভ নারায়ণগঞ্জ: শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে নির্বাচিত ২৫ জন নবীন সদস্যকে ফুলেল সংবর্ধনা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। রবিবার (৬ জুলাই) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নির্বাচিত ২৫ জন টিআরসি’র মধ্যে ২৪ জন পুরুষ এবং একজন নারী রয়েছেন। তারা প্রশিক্ষণ গ্রহণ করতে খুলনার পুলিশ ট্রেনিং সেন্টার এবং রংপুরের পুলিশ ট্রেনিং সেন্টারে যাচ্ছেন।

এ সময় পুলিশ সুপার মহোদয় নির্বাচিত প্রার্থীদের নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি নবীন পুলিশ সদস্যদের দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান জানান। প্রত্যুষ কুমার মজুমদার বলেন, “শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি নৈতিকতা শিক্ষা গ্রহণ করতে হবে যাতে পরবর্তীতে কর্মজীবনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে পারো।”

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) জনাব ইসরাত জাহান, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ সোহেল রানা সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

RSS
Follow by Email