বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led04পরিবহনসদর

ট্রাক মালিক সমিতির নেতা শামীম আটক, প্রতিবাদে মন্ডলপাড়া সড়ক অবরোধ

লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যা মামলায় ট্রাক মালিক সমিতির সদস্য সচিব শামীমকে আটকের প্রতিবাদে সড়কে ট্রাক ফেলে সড়ক অবরোধ করেছেন ট্রাক মালিক সমিতির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল থেকে শহরের মন্ডলপাড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এর আগে বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে শামীমকে হত্যা মামলা গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

এসময় শামীমকে মুক্তি না দিলে অবরোধ প্রত্যাহার করা হবে না বলে স্লোগান দেন শ্রমিকরা। তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করছেন সদর মডেল থানা পুলিশ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নাছির আহম্মদ জানান, আমরা চেষ্টা করছি তাদেরকে সড়ক থেকে সরিয়ে দিতে। তারা আমাদের কথা রেখেছেন। মূলত ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় ফতুল্লা থানা কতৃক, ট্রাক মালিক সমিতির সদস্য সচিব শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাক ড্রাইভার মালিক সমিতির আহ্বায়ক সুজন মিয়ার সাথে আমাদের এসপি মহোদয় কথা বলেছেন। তিনি আমাদের অনুরোধে রাস্তা থেকে অবরোধ তুলে নিয়েছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক আছে।

RSS
Follow by Email