বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
Led03রূপগঞ্জ

ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো খাদ্য অধিদপ্তরের কর্মকর্তার মোটরসাইকেল

লাইভ নারায়ণগঞ্জ: কর্মস্থলের পথে আর ফেরা হলো না! সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আড়াইহাজার উপজেলা খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আবু তালেব (৫৫)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের পাকিস্তানী মিল এলাকায় একটি মালবাহী ট্রাক তার মোটরসাইকেলে চাপা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তালেব উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর বিলপাড়া এলাকার মৃত ইয়াকুবের ছেলে।

স্থানীয়রা জানান, আবু তালেব নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে রূপগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে একটি বেপরোয়া গতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ইউএস-বাংলা হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও তার চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ তাদের আটক করতে পারেনি। নিহতের মরদেহ বর্তমানে ইউএস-বাংলা হাসপাতালের রাখা হয়েছে।

RSS
Follow by Email