শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
রাজনীতি

টেকসই সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটা সুষ্ঠু হবে না: মাও. জাফরী

লাইভ নারায়ণগঞ্জ: কেন্দ্রীয় ইসলামী আন্দোলনের দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে টেকসই সংস্কার ছাড়া নির্বাচন হলে সে নির্বাচন সুষ্ঠু হবে না, তাতে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না। মানুষ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। এমন অবস্থায় নির্বাচন হলে কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দেয়া যাবে না। কালো টাকার ছড়াছড়ি ও পেশীশক্তির ব্যবহার বন্ধ হবে না।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টায় ৫নং ওয়ার্ড ইসলামী ছাত্র আন্দোলনের এক গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হলে নির্বাচন দিয়ে কোন লাভ হবে না। সংখ্যানুপাতিক হারে (পিআর পদ্ধতির)নির্বাচন হলে তাতে পেশীশক্তির ব্যবহার হবে না। কালো টাকার ছড়াছড়ি হবে না বরং জাতীয় এক সরকার হবে, যে সরকার ফ্যাসিস্ট হবে না। তিনি ছাত্র আন্দোলনের প্রত্যেককে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলে আদর্শ সমাজ নির্মাণ করতে আহ্বান জানান।

RSS
Follow by Email