রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led03জেলাজুড়েরাজনীতিসদর

টিপুকে দেখতে হাসপাতালে গিয়াসউদ্দিন, জড়িতদের আইনের আওতায় আনার দাবি

লাইভ নারায়ণগঞ্জ: হামলার শিকার মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে দেখতে হাসপাতালে আসেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে বিএনপি নেতাকে দেখতে যান তিনি। সাবেক এমপি গিয়াস উদ্দিনের সাথে মহানগর বিএনপি আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানসহ আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় সাবেক এমপি গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘টিপুকে যে নির্মমভাবে আঘাত করা হয়েছে সেটার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। এইধরণের হামলা কারো কাম্য নয়, যারা এ হামলা করেছে তারা সন্ত্রাসী। শুধু আমরা নয় বিবেকবান যারা আছেন সবাই এ হামলার নিন্দা জানাবে এবং প্রতিকার চাইবে।’

RSS
Follow by Email