শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led05রাজনীতি

টিটু-রিয়াদের নেতৃত্বে ফতুল্লা থানা বিএনপির বর্ণাঢ্য বিজয় র‌্যালি

লাইভ নারায়ণগঞ্জ: মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও সমাবেশ করেছে ফতুল্লা থানা বিএনপির নেতৃবৃন্দ। সোমবার (১৬ ডিসেম্বর) ফতুল্লার ডিআইটি মাঠ থেকে বিজয় র‌্যালি বের হয়। র‌্যালির নেতৃত্ব দেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম টিটু ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো. চৌধুরী। র‌্যালিটি ডিআইটি মাঠ থেকে পঞ্চবটি মোড়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ফতুল্লা থানা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে শহিদুল ইসলাম টিটু বলেন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং একাত্তরে যারা নিহত হয়েছেন তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমার প্রায় সতেরটি বছর আন্দোলন করেছি গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য। গণতন্ত্রকে শেখ হাসিনা পায়ের তলায় পিষ্ঠ করেছিল। সেই অবস্থা থেকে উত্তরণেই আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। সেই আন্দোলন ৫ই আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে রূপ নিয়ে আমরা সফল হয়েছি। কিন্তু আজও সেই স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্মারা দেশের ওপর ভর করে আছে। গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি। আমাদের হাজার হাজারে ভাই-বোনেরা যে নির্যাতিত হয়েছিল, জীবন দিয়েছিল তার কোন কিছুই এখনও প্রতিফলন হয়নি। বর্তমান যে সরকার আছে, অতি দ্রুত গণতান্ত্রিক ধারায় একটি নির্বাচনের ব্যবস্থা করবেন।

তিনি বলেন, এই দেশের গণতন্ত্র বার বার বিপন্ন হয়েছিল। আমাদের নেতা জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। আমাদের নেত্রী স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। বর্তমান যে সরকার, এই সরকারের লক্ষ আমরা ভালো দেখছি না। আমরা তাদের সহযোগিতা করতে চাই। তারা যে সংস্কারের কথা বলেন আমরা সেই সংস্কারের পক্ষে। তবে দীর্ঘ দিন সংস্কারের নাম বলে ক্ষমতা আকড়ে ধরে দেশটাকে অশান্তির দিকে ঠেলে দিবেন না। যতটুকু সংস্কার করা দরকার, তা করে দ্রুত নির্বাচন দিতে হবে।

ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো. চৌধুরী বলেন, দেশ নায়ক তারেক রহমান এই দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে আমাদের নির্দেশনা দিয়েছেন। তিনি দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করছেন। সেই কাজকে বাস্তবায়ন করতে অচিরেই আমাদের একটি জাতীয় নির্বাচন দরকার। আমরা আশা করবো অচিরেই আমাদের একটি নির্বাচনের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে আমরা এই দেশের মানুষের কাজ করার সুযোগ পাবো। আমরা মানুষের কল্যাণে কাজ করতে সদা প্রস্তুত।

তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে এই দেশের মানুষ তাদের নেতা নির্বাচিত করতে পারবেন। সকলে দেশকে নতুনভাবে গড়ার প্রত্যয় ব্যক্ত করতে পারবেন। আমাদের দেশনায়ক তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন তা দেশের সফলভাবে প্রয়োগ করার জন্য একটি জাতীয় নির্বাচন দরকার হবে। আমরা আশা করবো এই সরকার যত দ্রুত সম্ভব, একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে মানুষের আশা-আকাঙ্খা পূরণে ভূমিকা রাখতে হবে।

বিজয় র‍্যালিতে ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার,ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, নজরুল মাতবর, আনোয়ার হোসেন হানিফ শেখ,বক্তবালী ইউনিয়ন বিএনপির আহবায়ক সুমন আকবর,এনায়েত নগর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জহির চৌধুরী, আহ্বায়ক ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু,ফতুল্লা থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মুসলিম,ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদ,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জুয়েল আরমান, ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী,ফতুল্লা থানা তাঁতি দলের সভাপতি ইউনুস মাস্টার, ফতুল্লা থানা শ্রমিক দলের সদস্য সচিব আলামিন,ফতুলা থানা জাসাসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সজিব,ফতুল্লা থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক মীর ইমন,ফতুল্লা থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আনিস,ফতুল্লা থানা বিএনপির সহ প্রচার সম্পাদক কামাল হোসেন, সহ প্রচার সম্পাদক মিলন ঢালী উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম লিটন,যুবদল নেতা শরিফুল ইসলাম দিপু,এনায়েতনগর ২ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক সিরাজ,ফতুল্লা ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি গোলাম মোস্তফা অরুন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল, ফতুল্লা ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন, ১ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক রাসেল, ৪ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী, ৬ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সেলিম, বিএনপি নেতা মিজান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি তাইজুল ইসলাম আলামিন, মামুন হাসান, এসকে শাহীন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রুপম,হারুনুর রশিদ, এনায়েতনগর ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক বাবুল মিয়া, ফতুলা ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক বাদল প্রধান, ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব আমির হোসেন,এনায়েত নগর ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব ইমাম হোসেন, কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মান্নান,ফতুলা ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুম,ফতুল্লা ইউনিয়ন যুবদল নেতা মিশু,রাহাদ চৌধুরী,সৈকত, রিপন,রাজা ভাই আরিফ,জীবন, হৃদয়, থানা স্বেচ্ছাসেবক দল নেতা নাঈম,সোহাগ চৌধুরী,সেলিম,সুমন,ফতুল ইউনিয়ন ছাত্রদল নেতা মেহেদী,তুষার, রুবেল, আলামিন সহ আরও অনেকে।

RSS
Follow by Email