শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
Led03জেলাজুড়ে

টিআরসি নিয়োগ পরীক্ষায় না.গঞ্জে ১৭ জন উত্তীর্ণ

লাইভ নারায়ণগঞ্জ: স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার পর প্রাথমিকভাবে ১৭ জনকে নির্বাচিত করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় মেধা, যোগ্যতা এবং স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

টিআরসি নিয়োগ, জুন-২০২৫ এর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে প্রাথমিকভাবে বাছাইকৃতদের ফলাফল প্রকাশ করেন নিয়োগ বোর্ডের সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার)। প্রাথমিকভাবে ১৬ জন পুরুষ এবং ১ জন নারীকে কনস্টেবল পদে মনোনীত করা হয়েছে। এই ১৭ জনের মেডিক্যাল পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর তাদের চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।

পুলিশ সুপার নির্বাচিত প্রার্থীদের নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি তাদের সেবার ব্রত নিয়ে কাজ করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সচেষ্ট থাকার আহ্বান জানান।

এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email