টার্মিনালের সংঘর্ষে মুফতি মাসুম বিল্লাহ ‘আধিপত্য বিস্তারের নামে দখলদারি বন্ধ করুন’
লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, আধিপত্য বিস্তারের নামে দখলদারি ও সংঘর্ষ বন্ধ করুন। গতকাল নারায়ণগঞ্জ বাস টার্মিনালে ২ গ্রুপে সংঘর্ষ হয়েছে, হতাহত হয়েছে অনেকে। যান চলাচল বন্ধ থাকায় জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত স্বাধীনতাকে বিনষ্ট করতে একদল মরিয়া হয়ে উঠেছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, যে বা যারাই এমন কর্মকান্ড করছেন তারা এখন অফ যান। বন্ধ করুন আপনাদের এ সংঘর্ষ ও দখলদারির রাজনীতি। দেশ নিয়ে ভাবুন, দেশের জনগণের কথা চিন্তা করুন। নিজেদের আখের গোছানোর হীন স্বার্থে মেতে উঠবেননা। এখন সময় রাষ্ট্র মেরামতের। সুতরাং, দেশ গড়তে সকলের ঐকান্তিক প্রচেষ্টা প্রয়োজন।
তিনি আরও বলেন, প্রশাসনের নাকের ডগায় এমন ঘটনা আসলেই দু:খজনক। যদিও পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আমরা প্রশাসন সহ সংশ্লিষ্টদের আহবান করছি যে, আপনাদের শক্ত অবস্থান সন্ত্রাসীদের উৎপাত বন্ধ হতে বিশেষ ভূমিকা পালন করবে।