শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
Led02সদর

টানবাজারে বদ্ধ ঘরে এনজিও কর্মকর্তার রক্তাক্ত লাশ, হদিস নেই দারোয়ানের

লাইভ নারায়ণগঞ্জ: নগরীর টানবাজারে একটি ফ্ল্যাট থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। সোমবার (১১ ফেব্রুয়ারি) রাতে টানবাজার সাহাপাড়া এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বৃদ্ধের নাম উৎপল রায় (৬৫)। সে বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্যা চিলড্রেনের একটি প্রকল্পের পরিচালক। তিনি চিকিৎসক ছোট ছেলেকে নিয়ে সাহাপাড়ার ওই ফ্ল্যাটর ভাড়া থাকতেন। তার বড় ছেলে প্রবাসী প্রকৌশলী।

এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেচেন নারায়ণগঞ্জ সদর মডেল থানা ইন্সপেক্টর (তদন্ত) জামাল উদ্দীন।

সদর মডেল থানা ইন্সপেক্টর (তদন্ত) জামাল উদ্দীন জানায়, দুষ্কৃতিকারীরা ওই ফ্ল্যাটের আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণের অলংকারসহ টাকা নিয়ে গেছে। ঘটনারপর থেকে পলাতক ফ্ল্যাটের গৃহকর্মী ও বাড়ির নিরাপত্তা প্রহরী। পুলিশের ধারণা, ডাকাতির উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে ওই এনজিও কর্মকর্তাকে হত্যার পর পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। হত্যাকাণ্ডে জড়িতদের আটকসহ ঘটনার তদন্ত চলছে। দুপুর পর্যন্ত এ রিপোর্ট লেখা অব্দি এই ঘটনায় কোন মামলা দায়ের করা হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

RSS
Follow by Email