বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫
Led01আদালত

টাকা না পেয়ে ভাবী-ভাতিজাকে খুন, ৩ বছর পর দেবরের মৃত্যুদণ্ড

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ভাবীর কাছে টাকা ধার চেয়ে না পেয়ে ক্ষুব্ধ হয়ে তাকে ও তার আট বছর বয়সী ভাতিজাকে কুপিয়ে হত্যার দায়ে দেবর সাদিকুর রহমানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আবু শামীম আজাদ এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি সাদিকুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের নথি সূত্রে জানা যায়, ২০২২ সালের ২ জুলাই রাতে দেবর সাদিকুর রহমান তার ভাবী রাজিয়া সুলতানা কাকলীর কাছে টাকা ধার চান। ভাবী রাজিয়া টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ দেবর সাদিকুর রহমান ধারালো বটি দিয়ে রাজিয়াকে কুপিয়ে হত্যা করেন। এই নৃশংস ঘটনাটি রাজিয়ার ছেলে তালহা (৮) দেখে ফেলায়, দেবর সাদিকুর রহমান তাকেও কুপিয়ে হত্যা করেন। এরপর তিনি আলমারিতে রাখা স্বর্ণালংকার নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার পরের দিন নিহত রাজিয়া সুলতানা কাকলীর মা তাসলিমা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে এই হত্যাকাণ্ডে দেবর সাদিকুর রহমানের সংশ্লিষ্টতা খুঁজে পায় এবং তাকে গ্রেফতার করে। পুলিশ তদন্ত শেষে সাদিকুর রহমানকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে আদালত সাক্ষ্যপ্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ রায়ের পর সাংবাদিকদের বলেন, “আমরা ন্যায়বিচার পেয়েছি। এই রায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা উচ্চ আদালতের মাধ্যমে যেন দ্রুত রায় কার্যকর করা হয়, সেই দাবি জানাই।”

RSS
Follow by Email