বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫
Led04স্বাস্থ্য

টাইফয়েড শিশুদের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে: সিভিল সার্জন

লাইভ নারায়ণগঞ্জ: শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষিত রাখতে আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। এই কর্মসূচি সফল করতে বুধবার (২৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে মিডিয়া কর্মীদের নিয়ে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে শহরের চাষাঢ়ায় অবস্থিত নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এই দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জানানো হয়, নয় মাস থেকে ১৪ বছর বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির সকল শিক্ষার্থীকে বিনামূল্যে টাইফয়েডের এক ডোজ টিকা দেওয়া হবে। এই টিকা পেতে শিশুদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। কর্মশালায় বক্তারা জানান, প্রতি বছর বাংলাদেশে প্রায় আট হাজারের বেশি শিশু টাইফয়েডে আক্রান্ত হয়ে মারা যায়, যা একটি উদ্বেগের বিষয়। এই টিকাদান কর্মসূচি টাইফয়েডজনিত মৃত্যু ও অসুস্থতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান। তিনি বলেন, টাইফয়েড একটি মারাত্মক রোগ যা শিশুদের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে। এই টিকাদান কর্মসূচি শিশুদের জীবন বাঁচাতে এবং তাদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে অত্যন্ত জরুরি।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় আরও বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শহীদুল ইসলাম, গণযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের উপ-পরিচালক ফাহিমা জামান, জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী উপ-পরিচালক উজ্জ্বল হোসেন এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি। বক্তারা সকলে টাইফয়েড টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং গণমাধ্যম কর্মীদের এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করার আহ্বান জানান।

RSS
Follow by Email