ঝটিকা মশাল মিছিলের সময় ছাত্রলীগের ৫ জন গ্রেফতার
লাইভ নারায়ণগঞ্জ:
গভীর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝটিকা মশাল মিছিলের সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার রঘুনাথপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতের অন্ধকারে ছাত্রলীগের ৭০-৮০ জন নেতাকর্মী মশাল হাতে হঠাৎ ঝটিকা মিছিল বের করে। বিষয়টি জানাজানি হলে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি দলবল নিয়ে ঘটনাস্থলে গিয়ে মিছিলটি প্রতিহত করেন ও ৫ জনকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে।
ফতুল্লা থানা পুলিশের টহল দলের এস আই নন্দন চন্দ্র সরকার ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার ও সেখান থেকে একটি ব্যানার, কয়েকটি মশাল, লাঠি ও একটি পিকআপ ভ্যান জব্দ করেছে।
