বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

জ্যামিতি বক্সে থেকে ইয়াবা উদ্ধার, আটক ২

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে জ্যামিতি বক্স থেকে ৪ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধারের অভিযোগে তরুণ-তরুণীকে আটক জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রবিবার (১৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মৌচাকস্থ ভাই ভাই তৃপ্তি হোটেলের সামনের রাস্তায় অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।

আটককৃতরা হলো, কক্সবাজার জেলার সদর থানার দক্ষিন দিককুলের আলী আহম্মদের পুত্র মো. আজিজ (২৪)। একই জেলার ঈদগাহ থানার মাইজপাড়া গ্রামের মৃত মির আহম্মেদের মেয়ে আরফিন জাহান তোফা ওরফে হাসিনা (২০)।

এবিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক ইকবাল আহমেদ দিপু লাইভ নারায়ণগঞ্জকে বলেন, গোপন তথ্যর ভিত্তিতে অভিযানে ওই তরুণ-তরুণীকে আটক করা হয়। পরবর্তীতে স্বীকারোক্তি অনুযায়ী তাদের সাথে থাকা জ্যামিতি বক্সের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

RSS
Follow by Email