জ্বালানি তেল পরিবহন বন্ধের ঘোষণা ট্যাংকলরি অ্যাসোসিয়েশনের
লাইভ নারায়ণগঞ্জ: ছয় দফা দাবি বাস্তবায়নে ৩ আগস্ট, রবিবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন।
শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত এক বিশেষ মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে, ট্যাংকলরির ইকোনমিক লাইফ ২৫ বছর বাতিল করে বাস্তব ভিত্তিতে নির্ধারণ করা। সারাদেশে ট্যাংকলরি চলাচলের জন্য রুট পারমিট প্রদান করা। ট্যাংকলরির জন্য ১৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা করা আয়করের গেজেট বাতিল করা। ট্যাংকলরি চালকদের হালকা ড্রাইভিং লাইসেন্স যোগ্যতার ভিত্তিতে হেভি লাইসেন্স দ্রুত প্রদান করা। হাইওয়ে ও জেলা পুলিশের কাগজপত্র পরীক্ষার নামে ট্যাংকলরি চালকদের হয়রানি বন্ধ করা। পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের অমীমাংসিত দাবিগুলো দ্রুত সমাধান করা।
অ্যাসোসিয়েশন হুঁশিয়ারি দিয়েছে যে, যদি আগামী শনিবারের (২ আগস্ট) মধ্যে এই দাবিগুলো বাস্তবায়ন ও গেজেট প্রকাশ করা না হয়, তাহলে রবিবার (৩ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে ট্যাংকলরি চলাচল বন্ধ থাকবে।