বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
ফতুল্লারাজনীতি

জেলা বিএনপির সমাবেশে আজাদের পক্ষে নজর কাড়া শো ডাউন

লাইভ নারায়ণগঞ্জ: এক দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির জন সমাবেশে বিশাল শো ডাউন দেখিয়েছে বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সমর্থকরা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ৩টায় সাইনবোর্ড এলাকার পাসপোর্ট অফিস সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিএনপির একদফা দাবি বাস্তবায়ন ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে চলমান কর্মসূচির অংশ হিসেবে ওই সমাবেশটি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, আড়াইহাজার উপজেলা থেকে নজরুল ইসলাম আজাদের পক্ষে হাজার হাজার নেতাকর্মী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণ সহ সরকারের পদত্যাগ দাবীতে স্লোগান দিতে দিতে ওা সমাবেশে যোগদান করে। যা নজর কাড়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দেরও।

সমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মইন খান।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নান, নুর জাহান মাহবুব।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।

RSS
Follow by Email