বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫
Led05রাজনীতি

জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পিছিয়ে ১৯ জুলাই

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিল কর্মসূচি একদিন পিছিয়ে আগামী শনিবার (১৯ জুলাই) একই সময়ে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জ সদর এলাকায় বেশ কয়েকটি রাজনৈতিক দলের কর্মসূচি থাকায় সম্ভাব্য যানজট এবং জনদুর্ভোগ এড়ানোর জন্য একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি এই সিদ্ধান্ত নিয়েছে। জেলা বিএনপির আওতাধীন সকল ইউনিটের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের পরিবর্তিত সময়সূচিতে উপস্থিত হয়ে বিক্ষোভ মিছিল সফল করার অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির পায়তারার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

আগামী শনিবার বিকেল চারটায় নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল সংলগ্ন সড়ক থেকে এই কর্মসূচি শুরু হবে। বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সফল করার লক্ষ্যে জেলার আওতাধীন বিএনপির সকল থানা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের সকল নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

RSS
Follow by Email