সোমবার, মে ৫, ২০২৫
Led04সদর

জেলা প্রশাসনের অবৈধ মেলা উচ্ছেদ, র‍্যাফেল ড্র জব্দ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এক অভিযান চালিয়ে একটি অনুমতিবিহীন মেলা উচ্ছেদ করা হয়েছে। রবিবার (৪ মে) নারায়ণগঞ্জ সদর উপজেলার দেলপাড়া টাওয়ারপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। সন্ধ্যায় জেলা প্রশাসনের ফেসবুক পেইজে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ করা হয়, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান নুরের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে তাৎক্ষণিকভাবে মেলার সমস্ত স্টল বন্ধ করে দেওয়া হয়। একইসাথে, মেলায় আয়োজিত র‍্যাফেল ড্র এবং এর সাথে সংশ্লিষ্ট সরঞ্জামাদি জব্দ করে প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, অনুমতি ব্যতীত এ ধরনের কার্যক্রম পরিচালনা সম্পূর্ণভাবে আইন পরিপন্থী এবং এর বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

RSS
Follow by Email