বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led05জেলাজুড়েরাজনীতিসদর

জেলা ছাত্র ফেডারেশনের ৮ম কমিটির যাত্রা শুরু

লাইভ নারায়ণগঞ্জ: ৮ম বারের মতো সভাপতি ফারহানা মানিক মুনা ও সাধারণ সম্পাদক সৃজয় সাহার নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ছাত্র ফেডারেশনের জেলা কমিটি।

শনিবার (১৮ মে) বেলা ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই কমিটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

সভায় কমিটির নবনির্বাচিত সভাপতি ফারহানা মানিক মুনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৃজয় সাহার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সহ-সভাপতি সাঈদুর রহমান, সৌরভ সেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সভাপতির বক্তব্য ফারহানা মুনা বলেন, ‘নারায়ণগঞ্জ তথা সমগ্র বাংলাদেশকে আজ মৃত্যকূপে পরিণত করা হয়েছে। যেখানে বাঁচার কোনো ব্যবস্থা অবশিষ্ট রাখা হয়নি। প্রিয় এই মাতৃভূমির এই করুণ পরিণতি আমরা সয়ে নিতে পারিনা৷ এদেশ আমাদের ফলে এদেশকে রক্ষা করার নৈতিক এবং ঐতিহাসিক কর্তব্যও আমাদেরই। ছাত্র ফেডারেশন এই সময়ের তরুণ-কিশোরদের তার কর্তব্য পালনে উপযোগী করে গড়ে তুলতে বদ্ধ পরিকর। ছাত্র ফেডারেশন এই শহর তথা এই দেশের ছাত্র-তরুণদের সংগঠিত করে দেশরক্ষার লড়াই অব্যাহত রাখবে।”

RSS
Follow by Email