বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led04জেলাজুড়েরাজনীতি

জেলা ছাত্র ফেডারেশনের ৮ম সম্মেলনের তারিখ ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি: “দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে শামিল হোন। গণতান্ত্রিক শিক্ষাঙ্গন ও সমাজ প্রতিষ্ঠায় সরকারি তোলারাম ও মহিলা কলেজসহ সকল ছাত্র ছাত্রী সংসদ নির্বাচন আদায়ে ঐক্যবদ্ধ হোন”  এই স্লোগানকে সামনে রেখে আগামী ০৯-১০ মে বাংলাদেশ ছাত্র ফেডারেশন’র ৮ম জেলা সম্মেলনের তারিখ নির্ধারণ করে ৭১সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহার সঞ্চালনায় এক কর্মীসভা ওই ঘোষণা দেয়া হয়।

 

নব্য এই কমিটিতে আছেন, আহবায়ক ফারহানা মানিক মুনা, যুগ্ম আহবায়ক সাঈদুর রহমান,

সদস্য সচিব সৃজয় সাহা।

 

এছাড়া সাংগঠনিক উপকমিটিতে আছেন,

আহবায়ক – সৌরভ সেন

যুগ্ম আহবায়ক – অপূর্ব রায়

সদস্য সচিব – মুক্ত শেখ

 

অর্থ উপকমিটি:

আহবায়ক – মৌমিতা আক্তার

যুগ্ম আহবায়ক – শাহিন মৃধা

সদস্য সচিব – জান্নাতুল ফেরদৌস নিসা

 

প্রচার উপকমিটি:

আহবায়ক – সাকিব হাসান সানি

সদস্য সচিব – রাতুল দেওয়ান

 

ব্যবস্থাপনা উপকমিটি:

আহবায়ক – মোমেন হাসান প্রান্ত

যুগ্ম আহবায়ক – ইউশা ইসলাম

সদস্য সচিব – সায়হাম আযমি

 

দলিল-দস্তাবেজ উপকমিটি:

আহবায়ক – তাইরান আবাবিল রোজা

যুগ্ম আহবায়ক – ইসমাঈল রহমান

সদস্য সচিব – আসাদুজ্জামান।

RSS
Follow by Email