সোমবার, আগস্ট ৪, ২০২৫
Led02Led05ক্রীড়া

জেলা ক্রীড়া সংস্থার নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি ঘোষণা

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থায় নতুন করে প্রাণ ফেরাতে ৯ সদস্য বিশিষ্ট একটি অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়াকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে।

রবিবার (৪ আগস্ট) জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্মসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কমিটির ঘোষণা আসে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ অনুযায়ী এটি গঠিত হয়েছে।

নতুন এই কমিটিতে ক্রীড়াঙ্গনের পরিচিত মুখেরা স্থান পেয়েছেন। আহ্বায়ক জেলা প্রশাসক ছাড়াও কমিটিতে সদস্য হিসেবে আছেন:

ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ, সাবেক জাতীয় ক্রিকেটার মো. শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, সাবেক জাতীয় ফুটবলার মো. সম্রাট হোসাইন এমিলি, ক্রীড়া সংগঠক জাকারিয়া ইমতিয়াজ ও গোলাম গাউছ, সাংবাদিক সাবিত আল হাসান, ছাত্র প্রতিনিধি মো. হাসান (নুরজামাল) এবং সদস্য সচিব হিসেবে থাকছেন জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী।

উল্লেখ্য, গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের সব ক্রীড়া সংস্থার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এর আগে, ২০২৩ সালের জুনে তানভীর আহাম্মেদ টিটুর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল।


RSS
Follow by Email