জেলা কোরআন শিক্ষা বোর্ডের নতুন কমিটি ঘোষণা
লাইভ নারায়ণগঞ্জ: জেলার কোরআন শিক্ষা বোর্ড নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় মহিলা মাাদ্রাসা প্রাঙ্গণে কোরআন শিক্ষা বোর্ড সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ঢাকা বিভাগের প্রধান হাফেজ মাওলানা হেমায়েত উদ্দিন জেলা কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটির সভাপতি হয়েছেন মাওলানা হাবিবুল্লাহ, সেক্রেটারি আলহাজ কাজল মাস্টার, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহজালাল ও প্রচার সম্পাদক হাফেজ কারী ওবায়দুর রহমান কাশিয়ানী।
বক্তব্য মাও. হেমায়েত উদ্দিন বলেন, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের একশর উপরে নিবন্ধন করা মাদ্রাসা আছে। তবে পরীক্ষায় অংশগ্রহণ করেন মাত্র ৪০টা মাদ্রাসা। এটা অতীব দুঃখের বিষয়। পরীক্ষায় মাদ্রাসাগুলোর শতভাগ অশংগ্রহণ করতে পারে সেক্ষত্রে কোরআন শিক্ষা বোর্ডের দায়িত্বশীলদেরকে বিশেষ ভূমিকা রাখতে হবে। সম্মেলনে সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার সকল দায়িত্বশীল ও অন্যান্য থানা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।