জেলা ইসলামী যুব আন্দোলনের পরামর্শ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত
লাইভ নারায়ণগঞ্জ: জেলা ইসলামী যুব আন্দোলনের উদ্দ্যেগে পরামর্শ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) সকাল ৯ টায় আই জেএবি মিলনায়তনে এ পরামর্শ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়।
জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুহাম্মাদ মামুনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ মোহাম্মদ হাসান এর সঞ্চালনায়
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মুহতারাম সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথির তত্ত্বাবধানে ২০২৫-২৬ সেশনের জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার ৫৩ সদস্য বিশিষ্ট পরামর্শ পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষনা করা হয়।