জেলা আ.লীগের সহ-সভাপতি সাবেক মেয়র আইভীকে নতুন চারটি হত্যা সহ ৫ মামলায় শ্যোন এ্যারেস্ট
লাইভ নারায়ণগঞ্জ:
পাঁচ মামলায় হাই কোর্টে জামিন পেয়েও মুক্তি পান নি। এরই মধ্যে নতুন করে চারটি হত্যাসহ ৫মামলায় শ্যোন এ্যারেস্ট দেখানো হয়েছে ডাক্তার সেলিনা হায়াত আইভীকে। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সেলিনা খাতুনের আদালতে সদর থানায় পুলিশের উপর হামলার একটি মামলার শুনানি অনুষ্ঠিত হয়। একই দিন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মায়মুনা আকতার মনির আদালতে ফতুল্লার ৪ টি হত্যা মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানী শেষে আদালত শ্যোন এ্যারেস্ট দেখানোর আদেশ মঞ্জুর করেন। আদালতে আইভীর অনুপস্থিতিতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
গত ৮ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত নিজ বাড়ি চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করতে গেলে এলাকাবাসী পুলিশকে ঘেরাও করে রাখে। ৬ ঘন্টা পর ৯ মে ভোরে পুলিশ আইভীকে গ্রেফতার করে আদালতে পাঠায়। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে এক এক করে পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
ছয় মাস কারাভোগের পর ৯ নভেম্বর পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীর জামিন দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন।
গত ১২নভেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত পাঁচ মামলায় হাই কোর্টে আইভীর দেয়া জামিন স্থগিত করে ১৭ নভেম্বর শুনানীর দিন ধায্য করেন। তবে, গতকাল সোমবার সরকার পক্ষের সময়ের আবেদনের কারণে শুনানী হয়নি।
আইভীর আইনজীবী এডভোকেট আওলাদ হোসেন জানান, যে ৫ টি মামলায় শ্যোন অ্যরেষ্ট দেখানো হচ্ছে, কোন মামলায় আইভির নাম নেই। তার জামিন বিলম্ব করার জন্য নতুন করে এই মামলা গুলো সাজানো হয়েছে। আমরা নিম্ন আদালতের শ্যোন অ্যারেষ্টের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবো।
