সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
জেলাজুড়েফতুল্লা

জেলার শ্রেষ্ঠ অফিসার হলেন এসআই বেলায়েত

লাইভ নারায়ণগঞ্জ: জেলার শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার হিসেবে পুরষ্কার পেয়েছেন ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন। মামলার তদন্তে পারফরম্যান্স ভাল করায় তিনি এ পুরষ্কার পেয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে অপারাধ ও কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের কাছ থেকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কার গ্রহণ করেন তিনি। অপরাধ ও কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সহ অতিরিক্ত পুলিশ সুপার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফতুল্লা মডেল থানায় চাকরীরত অবস্থায় এসআই বেলায়েত হোসেন বিভিন্ন মামলা তদন্ত করে পারফরম্যান্স ভাল করে আসছেন। তিনি মামলা তদন্তকারী হিসেবে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি জেলা পুলিশ সুপার এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনা মোতাবেক কাজ করে সুনাম অর্জন করেছেন।

RSS
Follow by Email